নিউজ ডেস্ক - প্রতিবছর বর্ষার শুরুতেই বাজারে ইলিশ মাছের খোঁজে নিরাশ হতে হয় বাঙালিদের।কিন্তু এইবারে বাজারে ইলিশ কিনতে গিয়ে আর নিরাশ হতে হবে না। কারণ এইবারে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। দিঘার মোহনায় একদিনে মৎস্যজীবীদের জাল থেকে বাজারে এল কয়েক টন ইলিশ মাছ।
ভাল ইলিশ মাছের জন্য সারা বছর বর্ষাকালের জন্য অপেক্ষা করে থাকেন মৎস্যজীবীরা, ট্রলার লঞ্চ ভুটভুটির মালিক, মৎস্য ব্যবসায়ী ও ইলিশপ্রেমী বাঙালিরা। ইলিশের যোগান না থাকায় মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা কার্যত হতাশ হয়ে পড়েছিলেন ঠিকই। কিন্তু মৎস্যজীবীরা আশাবাদী ছিল আবহাওয়া অনুকূল হলেই ইলিশের দেখা পাওয়া যাবে। অবশেষে তিন-চারদিন ধরে ইলিশের অনুকূল আবহাওয়া তৈরি হওয়ার পর ঝাঁক ঝাঁক ইলিশের দেখা মিলল।
দিঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, "চলতি মরশুমে এই প্রথম এত ইলিশ এল বাজারে। গভীর সমুদ্র থেকে ফিরেছে মৎস্যজীবীদের ট্রলার। আর তাতেই ইলিশ এসেছে।"
ইলিশ মাছের অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে জানান মৎস্যজীবীরা। আগামী দু-তিন দিন আরও ইলিশ উঠবে এবং ইলিশের বাজার কিছুটা সস্তা হবে।