ILISH : সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় হল ফলে কমলো ইলিশের দাম

 


নিউজ ডেস্ক - দুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড়ের কথা ঘোষণা করেছেন। যার ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে চলছে বর্ষাকাল আর তার সাথে ইলিশের মরসুমও চলছে এবং বাজারে ইতিমধ্যে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা করেছেন অনেকেই।

 আপাতত ইলিশের দামও মধ্যবিত্তদের কিছুটা নাগালের মধ্যে রয়েছে। ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৭০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছে কর ছাড়ের সুবিধা পেতে আরও কয়েকদিন সময়ে লাগবে বলে জানছে বাজার পাইকারি মাছ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন