নিউজ ডেস্ক - কিছুদিন আগেই কলকাতার এক নামকরা শপিং মলে আগুন লেগে গিয়েছিল। সেই আতঙ্কই আবার ফিরল। এবার আগুন লাগল লজিক্স মলে।
প্রাথমিক সূত্রে খবরে জানা যাচ্ছে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ নয়ডার লজিক্স মলে আগুন লাগে। একটি জামাকাপড়ের শোরুমেই আগুন লেগেছে বলে খবর। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। এইদিকে, আগুন লাগার খবর পাওয়ার পরই দমকলের ৫টি ইঞ্জিন ছুটে আসে। দ্রুততার সঙ্গে খালি করা হয় শপিং মল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, গলগল করে ধোঁয়া বের হচ্ছে শপিং মলের ভিতর থেকে। নাকে রুমাল-কাপড় বেঁধে বেরিয়ে আসছেন মলের ভিতরে থাকা লোকজন। দমকল কর্মীদেরও সাহায্য করতে দেখা যায়। মাস্ক পরে শপিং মলে ঢোকেন দমকলের কর্মীরা।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। গোটা বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।
Tags
India