নিউজ ডেস্ক - শনিবার মহারাষ্ট্রের পুণেতে মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চরম হেনস্থা করা হয় এক মহিলাকে। চুলের মুঠি ধরে মারধর, মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে হইচই পড়ে যায়। এই ঘটনার পরই অভিযুক্ত স্বপ্নীল কেকড়ে নামক ওই বৃদ্ধ ব্যক্তি ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর,শনিবার পাসান-বানের লিঙ্ক রোড ধরে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন এক মহিলা কনটেন্ট ক্রিয়েটর। জেরলিনের সঙ্গে তাঁর দুই সন্তান ছিল। পিছন থেকে একটি গাড়ি ক্রমাগত তাঁর স্কুটি ওভারটেক করার চেষ্টা করছিল। প্রায় ২ কিলোমিটার ধরে ওভারটেক করার চেষ্টা চলে।
এরপর ওই মহিলা স্কুটি এক ধারে সরিয়ে নেন যাতে পিছনের ওই গাড়িটি বেরিয়ে যেতে পারে। কিন্তু ওই ব্যক্তি স্কুটি ওভারটেক করেই গাড়ি দাঁড় করান এবং গাড়়ি থেকে নেমে ওই মহিলাকে গালিগালাজ করা শুরু করেন। ওই মহিলার মুখে সজোরে ঘুষি মারেন দুইবার। এরপর তাঁর চুল টেনে মারধর করতে শুরু করেন।
আক্রান্ত ওই মহিলা বলেন, “আমার সঙ্গে দুই সন্তান ছিল, তাদেরও পরোয়া করেননি ওই ব্যক্তি। এটা কি শহরের নিরাপত্তা? পাগলের মতো ব্যবহার করছেন কেন মানুষজন? আমার সঙ্গে দুই সন্তান ছিল, যা কিছু হয়ে যেতে পারত। শেষে এক মহিলা আমায় সাহায্য করেন।”