INDIAN RAILWAY : আগামী ২০ ও ২১ জুলাই বাতিল হল শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন

 


নিউজ ডেস্ক - ফের বাতিল একগুচ্ছ ট্রি । রেললাইনের কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিলের নোটিস দিল পূর্ব রেল। আগামী ২০ ও ২১ জুলাই একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানাল পূর্ব রেল।

আগামী শনিবার ২০ জুলাই বাতিল থাকছে অনেক ট্রেন। যেগুলি হল -

  • কল্যাণী–সীমান্ত: ডাউন 31192
  • নৈহাটি-ব্যান্ডেল: আপ 37557/ DN 37558
  • শিয়ালদহ–রানাঘাট: আপ 31631/ DN 31636
  • শিয়ালদহ–শান্তিপুর: আপ 31541/ DN 31540

রবিবার ২১ জুলাই বাতিল হল যেসব ট্রেন- 

  • নৈহাটি-ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525, 37527/ ডাউন 37522, 37524, 37526, 37528
  • নৈহাটি- কল্যাণী সীমান্ত: আপ 31191
  • শিয়ালদহ–শান্তিপুর: আপ 31511, 31513 / ডাউন 31514, 31516
  • শিয়ালদহ–রানাঘাট: আপ 31611 / ডাউন 31614
  • শিয়ালদহ–কৃষ্ণনগর: আপ 31811, 31813 / ডাউন 31812, 31814
  • শিয়ালদহ–কল্যাণী: আপ 31311, 31313 / ডাউন 31314, 31316
  • রানাঘাট–নৈহাটি: আপ 31711 /ডাউন 31712

এছাড়াও ২০ জুলাই 31341 শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তে শেষে না দাঁড়িয়ে দাঁড়াবে নৈহাটি স্টেশনে। অপরদিকে ২১ জুলাই রবিবার 31312 কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে ছাড়বে নৈহাটি থেকে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন