নিউজ ডেস্ক - ২০২৫ এর আইপিএলের আগেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আর তার আগেই একাধিক ক্রিকেটারের দলবদল নিয়ে জল্পনা রয়েছে তুঙ্গে। সংবাদমাধ্যম দৈনিক জাগরণে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এবার মুম্বই ইন্ডিয়ান্স দলের দুই তারকা ক্রিকেটারের দল ছাড়ার কথা শোনা যাচ্ছে। তাদের মধ্যে একজন সূর্যকুমার যাদব এবং অন্যজন রোহিত শর্মা।
চলতি আইপিএলে রোহিত শর্মা একটি অডিও ফাঁস হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার সেখানে জুড়ে গেল সূর্যকুমারের নামও। সম্প্রতি ভারতের টি২০ দলের অধিনায়ক হয়েছেন সূর্য কুমার যাদব। আবার রোহিতকে মুম্বই দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই জল্পনা সৃষ্টি হয়েছে। এর আগে মুম্বইয়ের হয়ে ৫ বার আইপিএল জিতেছেন রোহিত, সম্প্রতি ভারতীয় দলের হয়ে টি২০ বিশ্বকাপ জিতেও নিজেকে প্রমাণ করেছেন তিনি, তাই অন্য কোনও দলের হয়ে অধিনায়ক হিসাবে যোগ দিতে পারেন রোহিত।