নিজস্ব সংবাদদাতা: সরকারি জমির মাটি কেটে পাচারের চেষ্টা,হানা পুলিশের আটক জেসিবি মেশিন।মাটি মাফিয়াদের খোঁজে তল্লাশি পুলিশের।ঘটনা জাঙ্গিপাড়া থানার দিলাকাশ এলাকার।
পুলিশ সূত্রে জানা গেছে জাঙ্গিপাড়া থানার দিলাকাশ এলাকায় সরকারি জমির মাটি কেটে বিক্রি করার চেষ্টা করছিল মাটি মাফিয়ারা। গোপন সূত্রে খবর পেয়ে একযোগে হানা দেয় জাঙ্গিপাড়া থানার পুলিশ ও ভূমি দপ্তরের আধিকারীরারা।
ঘটনা স্থলে আধিকারীকরা পৌঁছানোর আগেই চম্পট দেয় মাটি মাফিয়ার।যদিও মাটি কাটার জন্য ব্যবহৃত একটি জেসিবি মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ।নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ এবং মাটি মাফিয়াদের খোঁজে তল্লাশি শুরু করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ।