KEDARNATH : কেদারনাথে ভূমিধস নেমে মৃত্যু হল ৩ জনের

 


নিউজ ডেস্ক - রবিবার সকালে কেদারনাথের গৌরীকুণ্ডের কাছে ভূমিধস নেমে মৃত্যু হল ৩ পুণ্যার্থীর৷ এবং আহত কমপক্ষে ৮ জন৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবরে জানা যাচ্ছে যে পুণ্যার্থীরা রবিবার সকালে গৌরীকুণ্ড থেকে ফেরার সময় চারবাসা এলাকার কাছে হঠাৎ করেই তাঁদের উপরে ভূমিধস নেমে আসে ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷

উদ্ধারকারী দল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন৷ দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা যাচ্ছে ,মৃতদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা একজন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের৷ মৃতেরা হলেন, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরুণ পারাটে (৩১), জালনার বাসিন্দা সুনীল মহাদেব কালে (২৪) এবং রুদ্রপ্রয়াগের তিলওয়াড়ার বাসিন্দা অনুরাগ বিস্ত৷

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন