Kolkata: সাফল্যের সঙ্গে শেষ হল ৫৬তম গার্মেন্ট ক্রেতা ও বিক্রেতা মিট এবং B2B এক্সপো, ২৫০০ হাজার দর্শক সমাগমে প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন!

নিউজ ডেস্ক,কলকাতা:  সফলতার সঙ্গে শেষ হল  ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশনের ৫৬তম গার্মেন্ট ক্রেতা ও বিক্রেতা মিট এবং B2B এক্সপো। সংস্থার তথ্য অনুযায়ী প্রায় ২৫০০ এর ও বেশি দর্শক সমাগম হয়েছে এবারে গার্মেন্ট ফেয়ারে। পাশাপাশি প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়েছে বলে সূত্রের খবর।


  উল্লেখ্য , কলকাতার বিশ্ব বাংলা (মিলন মেলা) প্রাঙ্গনে ১, ২ এবং ৩ জুলাই তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়  ৫৬ তম গার্মেন্ট ফেয়ার এবং B2B এক্সপো। ১লা জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দমকল প্রতিমন্ত্রী সুজিত বসু। এই অনুষ্ঠানে ৯৫০ টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ড অংশগ্রহণ করে।  মিটটিতে সারা দেশ এবং বিদেশ থেকে ২৫০০ এর বেশি দর্শক সমাগম হয় এবং আনুমানিক ১০০০কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 

এ উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী হরি কিষাণ রাঠি বলেছেন, “এই শিল্পটি বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষমতায় ৫৫ লাখেরও বেশি লোককে নিযুক্ত করে, যা এটিকে বিশ্বের বৃহত্তম মিট করে তুলেছে। আনুমানিক ১০০০ কোটি  টাকার বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে এখানে যাতে ৯৫০টি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড অংশ নিয়েছিল। এই মিট ধারাবাহিকভাবে বাংলার তৈরি পোশাক শিল্পকে সমর্থন করে চলেছে। পোশাক শিল্প এবং বিপণনকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি পোশাক এবং টেক্সটাইল শিল্পকে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।"  


প্রসঙ্গত , বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন হল পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম সংগঠন যা তৈরি পোশাক শিল্প এবং বাণিজ্যের প্রতিনিধিত্ব করে। সমিতিটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সমিতিটি ভারত চেম্বার অফ কমার্স  দ্বারা অনুমোদিত। 



Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন