নিউজ ডেস্ক - এক যুবতীকে গুলি করে খুন করে এক যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার একটি গেস্ট হাউসে।অভিযুক্ত যুবকের নাম রাকেশ সিং। তিনি সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমানে জানা যাচ্ছে যুবক এবং ওই যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই গুলি করা হয়েছে । ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।
এই প্রসঙ্গে সাউথ ইস্ট ডিভিশনের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার অমিত কুমার বলেন, “মেয়েটি হাসপাতালে ভর্তি। স্থিতিশীল অবস্থায় রয়েছেন। রাকেশ সাউ ও মেয়েটির বাড়ি বজবজে। প্রেমের সম্পর্কের জেরেই এই ঘটনা বলে আমরা মনে করছি।” ঘটনার পর বুধবার রাতেই সেখানে পৌঁছয় ফরেন্সিক দল। তাঁরাই মূলত সুইসাইড নোট থেকে শুরু করে যুবক-যুবতীর যাবতীয় জিনিস উদ্ধার করে।
সূত্রের খবর, গতকাল দুপুর নাগাদ লেক গার্ডেন্সের গেস্ট হাউসে ওঠেন ওই যুবক-যুবতী। এরপর বিকেল নাগাদ আচমকা গুলির শব্দ শুনতে পান আশপাশের লোকেদের। পুলিশ সূত্রে খবর, প্রথমে যুবতীর তলপেটে গুলি করে ওই যুবক। এরপর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।