Kolkata: "হেমন্তের অপরাহ্ন" ছবির গ্র্যান্ড প্রিমিয়ারে চাঁদের হাট; দর্শকদের মুগ্ধ করেছে ছবির গল্প

কলকাতা, ১১ জুলাই ২০২৪:  প্রখ্যাত পরিচালক অশোক বিশ্বনাথন পরিচালিত প্রতীক্ষিত চলচ্চিত্র "হেমন্তের অপরাহ্ন",  ছবির গ্র্যান্ড প্রিমিয়ার আয়োজিত হয়ে গেল  কলকাতার আইনক্স সাউথ সিটি মলে।  প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন সিনে জগতের  চিত্র পরিচালক, প্রযোজক সহ বহু অভিনেতা অভিনেত্রীরা।  


বুধবার ছবিটির অফিসিয়াল গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছিল কলকাতার আইনক্স সাউথ সিটি মলে যেখানে উপস্থিত ছিলেন, রিচা শর্মা, মৌবানি সরকার, অনিরুদ্ধ রায় চৌধুরী, সুব্রত সেন, সুব্রত দত্ত, অনিক দত্ত, ইন্দ্রাশিস আচার্য, অমর্ত্য রায়, চান্দ্রেয়ী ঘোষ, শ্রীতমা দে, রাজা সেন, অভিনন্দন ব্যানার্জী, শান্তিলাল মুখার্জি, সমীধ মুখার্জি, বৌদ্ধায়ন মুখার্জি, উরভি চ্যাটার্জি সহ হেমন্ত অপরাহ্নর পুরো কাস্ট এবং ক্রু।



ছবিটি কোভিড মহামারী চলাকালীন জীবনের অনিশ্চয়তা, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বেগ সহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক সময়ের একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান।

কোভিড চলাকালীন এবং তার পরবর্তী সময়ের বিভিন্ন সমসাময়িক ঘটনাবলীর একটি গভীর অনুসন্ধান করা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন, অনুশা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। বলিষ্ঠ পার্শ্ব  চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। ছবিতে লৌকিক গানের সুর করেছেন গৌরব চ্যাটার্জি। সিনেমাটোগ্রাফি করেছেন জয়দীপ ভৌমিক এবং সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অর্ঘ্যকমল মিত্র। হেমন্তের অপরাহ্ন আদর্শ টেলিমিডিয়া এবং এভি প্রোডাকশনের পক্ষে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথন প্রযোজনা করেছেন। ছবিটি  ১২ জুলাই, ২০২৪-এ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন