নিউজ ডেস্ক - ধার নেওয়া কয়েক হাজার টাকা ফেরত পাওয়ার জন্য এক দুধ বিক্রেতাকে অপহরণ করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আর সেই অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতের । এই ঘটনায় তিন ধৃতের নাম হল দিলীপ চক্রবর্তী, রবীন্দ্রনাথ সাহা এবং তাপস চক্রবর্তী । ধৃতদের রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ১২ জুলাই পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিউ ব্যারাকপুর থানা এলাকার কোদালিয়ার বাসিন্দা ওই দুধ বিক্রেতা ব্যবসার জন্য অভিযুক্তদের কাছ থেকে কয়েক হাজার টাকা ধার করেছিলেন। কিন্তু তিনি সেই ধার শোধ করতে পারছিলেন না। টাকা ।
ফেরত না পাওয়াযর জন্য শনিবার দুপুরে অভিযুক্তেরা দুধ বিক্রেতার বাড়িতে হাজির হয়। সেই দুধ বিক্রেতার অভিযোগ, বাড়ি থেকে কার্যত জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় বিরাটির নবনগর এলাকায়। সেখানে একটি বাড়িতে ওই ব্যবসায়ীকে আটকে রাখা হয়। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ দায় হয়েছে। এর পরে অপহৃতের বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসাবে সাড়ে তিন লক্ষ টাকার দাবি করে অভিযুক্তেরা। ব্যবসায়ীর পরিজনেরা জানান, ওই টাকা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয়।ফলে তখন তাদের বলা হয়, টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে আসার জন্য।
এর পরেই নিউ ব্যারাকপুর থানার অভিযোগ দায় করে ব্যবসায়ীর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইল ফোনের টাওয়ারের অবস্থানের সূত্রে তারা নিশ্চিত হয়, কোন জায়গায় দুধ বিক্রেতাকে আটকে রাখা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে বিরাটির নবনগর এলাকার সেই বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁকে। গ্রেফতার হয় তিন অভিযুক্ত।
অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, আটকে রাখা ও মারধরের মামলা রুজু হয়েছে।