নিউজ ডেস্ক - কোনো রোগের সংক্রমণ যেমন ছড়ায় ঠিক সেইরকম ছড়িয়ে পড়েছে ছেলেধরা গুজব। তারই মধ্যে খোদ নিউটাউনে শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবরে জন যাচ্ছে, শিশুটির বাড়ি টেকনোসিটির নিউ টাউন চকপাচুরিয়া এলাকা গন্ডার মোড় এলাকায়। বাড়ির সামনেই খেলা করছিল শিশুকন্যাটি। দূরের দোকানে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। তাঁরা গোটা ঘটনাটি দেখছেন বলে দাবি। তাদের অভিযোগ, এক যুবক বাইক নিয়ে এসে শিশুটির সামনে দাঁড় করিয়ে তার সঙ্গে কথা বলে। তারপরই শিশুটিকে বাইকে তুলে নেওয়ার চেষ্টা করে।
দূর থেকে দাঁড়িয়ে থাকা লোকজন দেখতে পেয়ে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা ট্রাফিক গার্ডে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াদের খবর দেন। বাইকটির পিছু নিলে কিছুটা দূরে এক নির্জন জায়গায় শিশু কন্যাকে বাইক থেকে ফেলে পালিয়ে যান ওই যুবক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয়েছে টেকনোসিটি থানায়। অপহরণকারী ব্যক্তির খোঁজে তদন্তে নেমেছেন পুলিশ। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।