নিউজ ডেস্ক - ফের অগ্নিকাণ্ড। রবিবার আনন্দপুর থানা এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চৌবাগা এলাকার একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে।স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।প্রথমে ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করলেও পরে আরও ৫টি ইঞ্জিন নিয়ে আসা হয়ে।
আগুনের তাপে কারখানা সংলগ্ন অনেক বাড়ির জানলার কাচ ভেঙে যায়।প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এছাড়াও বাড়ির ছাদ ও দেওয়াল ঠাণ্ডা করার জন্য দমকল কর্মীদের রাত পর্যন্ত কাজ করতে হয়ে।
সূত্রের খবর,চৌবাগা এলাকার ওই কারখানায় প্লাস্টিক গলিয়ে ছোট ছোট বল তৈরি করা হত।সেখানেই আচমকা বিকালে আগুন ছড়িয়ে যায়। রবিবার ওই কারখানা বন্ধ থাকে।কিন্তু আগুন যখন ছড়িয়ে পরে তখন খালি গায়ে রোগা চেহারার এক ব্যক্তিকে দেখতে পান সেখানে উপস্থিত লোকজন।তারা দেখেন যে সেই ব্যক্তি ২ফুট দূরে থাকা বাড়ির ছাদে লাফ দেন।এরপর ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে দোতলা বাড়ির ছাদ থেকে নীচে লাফ মারেন।ফলে মাটিতে পরে গুরুতর চোট পান মুখে ও মাথায়।তাঁকে উদ্ধার করে ই এম বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলে মনে করছেন দমকল বাহিনী।তবে ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট হবে আগুন লাগার কারণ।ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।