নিউজ ডেস্ক -শুক্রবার রাত ২টো নাগাদ দমদমের নাগেরবাজার ২৯ নম্বর যশোর রোডে এক আইসক্রিম কারখানায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের এক হোশিয়ারি কারখানায়। এরপর পাশাপাশি দুই কারখানাতেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের ২২টি ইঞ্জিন। কিন্তু দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছতে পারছিল না। ভয়ঙ্কর আগুনের তাপে কারখানাদুটির লোহার গ্রিলগুলি পর্যন্ত বেঁকে যায়। ফলে সেগুলি সরিয়ে আগুনের উৎসস্থলে পৌঁছতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত অবশ্য কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর , হোশিয়ারি কারখানায় প্রচুর গেঞ্জি এবং অন্যান্য হোশিয়ারি পণ্য মজুত ছিল। সেগুলি থেকে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। দুটি কারখানাতেই প্রচুর শ্রমিক কাজ করতেন বলে জানা যাচ্ছে। তবে, রাতে সেখানে কেউ ছিল কিনা, সেই বিষয়টি স্পষ্ট নয়। রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কীভাবে আগুন লাগল, সেই বিষয়টিও জানা যায়নি। তবে, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান যে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।