LOCAL TRAIN : সঠিক সময়ে ট্রেন চলাচলের দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ ডায়মন্ড হারবার স্টেশনে

 

নিউজ ডেস্ক - অনিয়মিত ট্রেন চলাচলের জন্য প্রতিবাদে বুধবার ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ দেখালেন যাত্রীরা । তাদের অভিযোগ, প্রতিদিনই ভোরবেলা আপ শিয়ালদহ লোকাল দেরিতে চলে। বিক্ষোভের জেরে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে।

এইদিন, দেখা যায় অসংখ্য লোকজন সঠিক সময়ে ট্রেন ছাড়ার দাবিতে রেললাইনে নাবেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জিআরপি ও রেলপুলিশ। যাত্রীদের দাবি, একাধিকবার ট্রেন দেরীতে ছাড়া নিয়ে তাঁরা স্টেশন ম্যানেজার, রেল কর্তৃপক্ষকে জানায়। কারণ, একাংশ যাত্রী এই ভোরের ট্রেনে করে কর্মসূত্রে কলকাতায় আসেন । এর পাশাপাশি ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সামগ্রী কলকাতায় আসে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “রেলের জন্য ট্রেন লেট হচ্ছে এমন নয়। যাত্রীদের বলব বিক্ষোভ তুলে নিন। এই অবরোধের জন্য বিভিন্ন শাখার ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে। ওই সেকশনে একাধিক রেলগেট ঠিক টাইমে বন্ধ করতে দেওয়া হয় না। সবসময় গাড়ি ঢুকছে বেরচ্ছে। তার ফলে ট্রেন লাইনে দাঁড়িয়ে যায়। একটা ট্রেন লেট হওয়া মানে তার পিছনে পিছনে অনেকগুলি ট্রেন দাঁড়িয়ে যায়।”

এক যাত্রী বললেন, “আমরা সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতেই পারি না। তিনমাস ধরে চলছে ট্রেন অবরোধ। সকালে রোজদিন ট্রেন লেটে ঢোকে। কখনও একঘণ্টা, কখনও দেড়ঘণ্টা ধরে শিয়ালদহে ট্রেন দেরীতে ঢুকছে। গতকালও ৬টা ৫২-র গাড়ি শিয়ালদহে ঢুকেছে ৯টা ২০তে। যেটা সাড়ে আটটায় পৌঁছনোর কথা ছিল। আমরা তো খেটে খাওয়া মানুষ সঠিক সময়ে যাতে কর্মস্থলে পৌঁছতে পারি সেটা যেন দেখা হয়।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন