নিউজ ডেস্ক - মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে এক প্রাক্তন ছাত্র প্রবেশ করে এক ছাত্রীর ওপর করল হামলা। ছাত্রীর গলায় ছুরি দিয়ে মেরে তারপর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা করে ওই প্রাক্তন ছাত্রের। হঠাৎ কী কারণে এই ধরনের হামলা তা এখনও স্পষ্ট নয়। আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও জখম প্রাক্তন ছাত্রকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর জখম ছাত্রী অনুশ্রী চক্রবর্তী ওই বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাক্তন ছাত্রের নাম অলক মণ্ডল। তিনিও ওই বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল।
প্রত্যক্ষদর্শীর জানছেন যে, হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে গলায় ছুরি মারতে থাকেন। তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে নিজেই নিজের গলায় চাকু মারতে থাকেন। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের।
Tags
WEST BENGAL