নিউজ ডেস্ক - স্কুলে দেওয়া মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ প্রায় পঞ্চাশ জনের বেশি পড়ুয়া। তাদের মধ্যে কুড়ি জনকে ভর্তি করা হল দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসতে পন্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
মূলত, আদিবাসী সমাজের ছেলেমেয়েদের জন্যই ওই স্কুল।সূত্রের খবর, গতকাল দুপুরে মিড ডে মিল খাওয়ার পরেই হঠাৎই ছাত্রছাত্রীরা অসুস্থ হতে শুরু করে । অসুস্থের সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকে। প্রাথমিকভাবে ১০ জনকে দ্বারিগেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলেও পরবর্তী সময়ে সে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় ২০।
অসুস্থ পড়ুয়াদের অভিভাবকদের দাবি করছেন যে, তাদের ছেলেমেয়েদের পায়খানা,বমি ও সাথে শ্বাসকষ্ট হচ্ছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই মিড ডে মিলের খাবারে পোকামাকড় পড়ে। তাদের কথায় কেউই সেইরকম গুরুত্ব দেয় না। একাংশ পড়ুয়াদের অভিযোগ মিড ডে মিলের খাবারে বিষাক্ত কিছু পোকামাকড় পড়েছিল। সেই কারণে অসুস্থতার ঘটনা ঘটেছে। লক্ষ্মীমণি টুডু নামে এক পড়ুয়া বলেন, “আমাদের স্কুলে পোকামাকড় দেওয়া খাবার খাওয়াচ্ছে। হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। আমরা বারণ করা সত্ত্বেও আমাদের ওই খাবার খাওয়ায়। আমাদের কোনও কথাই শোনে না।”
এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিনোদবিহারী মণ্ডল বলেন, “মিড ডে মিলের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা । তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”