নিউজ ডেস্ক - শনিবার সকালে নভি মুম্বইয়ের বেলাপুরে ভেঙে পড়ল একটি চার তলা বাড়ি। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে হচ্ছে ঐ এলাকায়। আর এরইমধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই চারতলা বাড়ি। এখনও ধ্বংসস্তূপের ভিতরে কয়েক জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ওই বাড়ির অধিকাংশ বাসিন্দাকেই নিরাপদ স্থানে পাঠানো সম্ভব হয়েছে।
নভি মুম্বই পুরসভার কমিশনার কৈলাস শিন্ডে সংবাদ সংস্থা এএনআইকে বলেন যে, "শনিবার ভোর ৫টা নাগাদ বাড়িটি আচমকা ভেঙে পড়েছে। এই বাড়ি প্রায় ১০ বছরের পুরনো। কী কারণে তা ভেঙে পড়ল, এখনও স্পষ্ট নয়।" প্রাথমিকভাবে বৃষ্টির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাড়িটি নির্মাণে কোনও খামতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। সেই ক্ষেত্রে দোষীর বিরুদ্ধে ও বাড়িটির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে দ্রুত পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ওই চার তলা বাড়িতে মোট ১৩টি ফ্ল্যাট ছিল বলে খবর স্থানীয় সূত্রে খবর। অত্যন্ত সন্তর্পণে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে অন্তত ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এবং তাঁদের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। বাকিদের কারও চোট তেমন গুরুতর নয় বলেই প্রশাসন জানিয়েছেন।