নিউজ ডেস্ক - বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় টিমকে চোখের সামনে দেখার জন্য বৃহস্পতিবার মেরিন ড্রাইভ থেকে শুরু করে ওয়াংখেড়ে অবধি রাস্তায় জমেছিল প্রচুর ভিড়। মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় টিমের (Team India) প্যারেডের জন্য মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি খুব ভিড় হয়েছে। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে প্রায় ৩ লক্ষ ভক্ত বিরাটদের ভিকট্রি প্যারেড দেখতে রাস্তায় ভিড় করেছিলেন।মুম্বাই পুলিশ মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিড় নিয়ন্ত্রণের জন্য ৫ হাজার জনকে নিযুক্ত করেছিল। কিন্তু তারপরও জানা যাচ্ছে প্রায় ১১ জন আহত হয়েছেন।
ভারতের বিশ্বজয়ীদের ভিকট্রি প্যারেডের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের মেরিন ড্রাইভের জনসমুদ্রে পরিণত হওয়া মানুষের জুতো ও ভিড় নিয়ন্ত্রণের জন্য মুম্বই পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেইগুলি সব আনাচেকানাচে পড়ে।