নিউজ ডেস্ক - গতবারের টোকিও ২০২০ অলিম্পিক হয়েছিল ২০২১ সালে। আর এবারেও কোভিড হানা প্যারিসে। অলিম্পিক শুরুর ঠিক আগে কোভিড আক্রান্ত হলেন এক অ্যাথলিট। তাঁকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। প্যারিস অলিম্পিকে এটিই কোভিডের প্রথম কেস। তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো টিমের সদস্য কোভিড পজিটিভ বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়া টিমের এক কর্তা অ্যানা মিয়ার্স। সেই বাকি অ্যাথলিটদেরও পরীক্ষা করা হয়েছে। তবে ট্রেনিং সেশন চালু থাকবে , তা নিশ্চিত করেছেন অ্যানা।
অস্ট্রেলিয়া অলিম্পিক টিমের সংশ্লিষ্ট কর্তা অ্যানা মিয়ার্স সাংবাদিক সম্মেলনে বলেন, "আমাদের ওয়াটার পোলো টিমে দু-জন ছিল। আপাতত একজন। গত রাতেই একজনের কোভিড পজিটিভ ধরা পড়েছে। সে কারণেই বাকি একজনও অনুশীলনে নেই। তবে সেই অ্যাথলিট ফিট রয়েছেন। ঝুঁকি এড়াতে প্রত্যেককে আলাদা রাখা হয়েছে।"
অস্ট্রেলিয়া টিমের বাকি সদস্যদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পালন করা হচ্ছে। সেই অ্যাথলিট ইভেন্টে নামবেন কিনা, তা এখনই নিশ্চিত হয়নি। অস্ট্রেলিয়া টিমের মুখ্য মেডিক্যাল অফিসার গ্রিন সিগন্যাল দেওয়ার পরই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভ্যালেতো অবশ্য আশ্বস্ত করেছেন, চিন্তার কোনও কারণ নেই। তিনি বলেন, "কোভিড ধরা পড়েছে এটা ঠিক। তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নয়। ঝুঁকি এড়াতে নানা ব্যবস্থাই নেওয়া হয়েছে।"