নিউজ ডেস্ক - অপেক্ষার অবসান। দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হতে চলেছে "প্যারিস অলিম্পিক্স ২০২৪ "। শ্যেন নদীতে ৯৪টি নৌকায় সাড়ে ১০ হাজার প্রতিযোগীদের নিয়ে অলিম্পিক্সের উদ্বোধন হবে।প্রথা মেনে উদ্বোধনী অনুষ্ঠানের দিন আজ কোনও খেলা থাকবে না।
অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম বার নদীর উপর উদ্বোধন হবে পুরো অনুষ্ঠান। মোট ছ’কিলোমিটার নদীপথে বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে হবে শোভাযাত্রা। প্রতিযোগীরা থাকবেন নৌকায়। মাঝখানে বিভিন্ন সেতুর উপরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ লক্ষ দর্শকের সামনে উদ্বোধন হবে ।
অলিম্পিক্সের উদ্বোধনে এই বারে ভারতের পতাকা থাকবে পিভি সিন্ধু এবং শরথ কমলের হাতে। অনুষ্ঠান শুরু হবে রাত ১১টা থেকে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে এবং মোবাইলে অনুষ্ঠান দেখা যাবে জিয়ো সিনেমা (JIO CINEMA) অ্যাপে।
Tags
sports