নিউজ ডেস্ক - শুক্রবার স্যেন নদীর উপর উদ্বোধন হয়ে গেল প্যারিস অলিম্পিক্স । এত দিন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হত স্টেডিয়ামের ভিতরে। এবং সেই সঙ্গে পতাকা হাতে খেলোয়াড়দের হেঁটে আসা। আয়োজক দেশ নিজেদের সংস্কৃতি তুলে ধরে এই অনুষ্ঠানে। প্যারিসেও ঠিক এমনটাই হল কিন্তু এতে চমক ছিল খেলোয়াড়দের নৌকা করে নিয়ে আসায়। ৯৪টি নৌকা করে এসেছিলেন ২১১টি দেশের খেলোয়াড়েরা। ছোট, বড় নৌকা করে নিয়ে আসা হয় তাঁদের। আর নদীর পাড়ে ছিল বিভিন্ন অনুষ্ঠান। কখনও গাইলেন লেডি গাগা, কখনও পরিচয় করানো হল প্যারিসের সংস্কৃতির সঙ্গে। কিন্তু এতকিছুর মধ্যেও প্যারিসে সঙ্গী ছিল বৃষ্টি। যার প্রভাব পড়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের উপরেও।
ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টা থেকে শুরু হয় প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদানের হাতে ছিল অলিম্পিক্সের মশাল। যা তিনি তিন শিশুর হাতে তুলে দিয়েছিলেন। তাঁদের হাত থেকে সেই মশাল স্থানান্তরিত এক অজ্ঞাত ব্যক্তির হাতে। গোটা অনুষ্ঠানে জুড়ে তাঁর মুখ ছিল ঢাকা। ফ্রান্সে বিকেলের পড়ন্ত সূর্যের আলোতে শুরু হয়ে অনুষ্ঠান। কিন্তু মেঘলা আকাশ ছিল বিরাজমান। চার ঘণ্টার অনুষ্ঠানের শেষের দিকে অন্ধকার হওয়ার পর আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন দেশের অতিথিরা এসেছিলেন অলিম্পিক্সের উদ্বোধনে।
রাত ১২.৩০ নাগাদ ভারতীয় ক্রীড়াবিদদের নৌকা এগিয়ে এল স্যেন নদী ধরে।ভারতের পতাকা ধরা ছিল পিভি সিন্ধু এবং শরথ। বাকি খেলোয়াড়েরা হাতে ছিল ছোট ছোট জাতীয় পতাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের মহিলা খেলোয়াড়দের পরনে ছিল সাদা রঙের শাড়ি সঙ্গে কমলা রঙের ব্লাউজ়। আর পুরুষদের পরনে ছিল কুর্তা ও উপরে সাদা রঙের জ্যাকেট। তাতে ভারতের জাতীয় পতাকার রংয়ের কারুকাজ।
বিভিন্ন দেশের নৌকা যখন স্যেন নদী ধরে এগিয়ে চলেছে, তখন ফ্রান্সের অন্যতম সেরা সংগ্রহশালা, প্রদর্শনী স্থল গ্রাঁ প্যালাই থেকে জাতীয় সঙ্গীত গাইলেন অ্যাক্সেল সাঁ-সিরেল। ফ্রান্সের ইতিহাসে ১০ জন সবচেয়ে বিখ্যাত মহিলার মূর্তি উন্মোচন করা হল। সঙ্গে বর্ণনা করা হল তাঁদের কৃতিত্বের।কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই স্থায়ী ছিল বৃষ্টি। দর্শক, প্রতিযোগী, পারফর্মার সকলেই ভিজলেন।