নিউজ ডেস্ক - গতকাল উদ্বোধন হয়েছে অলিম্পিক্স। আর আজ থেকে জোরকদমে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্স। আজ ভারত মোট সাতটি খেলায় নামবে। ভারতের হয়ে ব্যাডমিন্টনে নামবেন লক্ষ্য সেন , শ্যুটিংয়ে নামবেন অন্যতম ফেবারিট মনু ভাখের, টেনিসে নামবেন রোহন বোপান্না। আর এরই সাথে হকিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রয়েছে ম্যাচ। সব খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের খেলার সময়সূচী -
১.ব্যাডমিন্টন
লক্ষ্য সেন (সিঙ্গলস), সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি (ডাবলস), তানিশা ক্রাস্তো-অশ্বিনী পোনাপ্পা (ডাবলস), দুপুর ১২:৫০
২.রোয়িং
বলরাজ পানওয়ার (পুরুষদের সিঙ্গলস স্কালস)
৩.শ্যুটিং
১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম যোগ্যতা অর্জন (বেলা ১২:৩০)
অর্জুন সিংহ চিমা, সরবজ্যোৎ সিংহ (১০ মিটার এয়ার পিস্তল পুরুষদের যোগ্যতা অর্জন), দুপুর ২টো
মনু ভাখের, রিদম সাঙ্গোয়ান (১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের যোগ্যতা অর্জন), দুপুর ২টো
৪.টেনিস
শ্রীরাম বালাজি-রোহন বোপান্না, বিকাল ৩:৩০
৫.টেবিল টেনিস
হরমীত দেশাই, সন্ধ্যা ৭:১৫
৬.হকি
ভারত-নিউ জ়িল্যান্ড (পুরুষ), রাত ৯টা
৭.বক্সিং
প্রীতি (মহিলাদের ৫৪ কেজি), রাত ১১:৩০