নিউজ ডেস্ক - আর কিছুদিন পর ২৬ জুলাই থেকে সূচনা হতে চলেছে প্যারিস অলিম্পিকের । অলিম্পিক্সে মোট ১১৭ জন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করবেন যাদের মধ্যে ৪৭ জন মহিলা অ্যাথলিট এবং ৭০ জন পুরুষ অ্যাথলিটকে দেখা যাবে। ২০২৪ - এ ভারতের দ্বিতীয় সর্বাধিক টিম পাঠানো হচ্ছে অলিম্পিকে।
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত থেকে পতকা বহন করবেন পিভি সিন্ধু এবং শরথ কমল। গ্রেটেস্ট শো অন দা আর্থ চলাকালীন বিশেষ নজর থাকবে নীরজ চোপড়ার উপর।গতবারের সোনা জয়ী এই বারে সেই সোনা ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। প্যারিস অলিম্পিকে কোন খেলায় কতজন অংশগ্রহণ করছেন তা জেনে নিন -
১. আর্চারি – ৬
২. অ্যাথলেটিক্স – ২৯
৩. বক্সিং – ৬
৪. গল্ফ – ৪
৫. ভারোত্তোলন – ১
৬. ব্যাডমিন্টন – ৭
৭. কুস্তি – ৬
৮. টেনিস – ৩
৯. রোয়িং – ১
১০. শুটিং – ২১
১১. সাঁতার – ২
১২. সেইলিং – ২
১৩. টেবল টেনিস – ৮
১৪. জুডো – ১
১৫. ইকুয়েস্ট্রিয়ান – ১
১৬. হকি – ১৯