নিউজ ডেস্ক - আজ অলিম্পিক্সের দ্বিতীয় দিন । আর আজ অলিম্পিক্সে ভারত দু’টি পদক জিততে পারে এই আসা রয়েছে। প্রথমত শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছেন মনু ভাকের। যার ফাইনাল খেলা আজ বিকালে। আর দ্বিতীয়ত তিরন্দাজিতে দীপিকা কুমারী, ভজন কউর, অঙ্কিকা ভকতের ভারতীয় দল প্রাথমিক রাউন্ডের বাধা পেরিয়েছে।
আজ, রবিবার অলিম্পিক্সে যেই ইভেন্টগুলি আছে সেই গুলি হল-
১.শুটিং
মনু ভাকের, ১০ মিটার এয়ার পিস্তল মহিলা ফাইনাল (বিকাল ৩:৩০)
অর্জুন বাবুটা, সন্দীপ সিংহ, এলাভেনিল ভলারিভান, রমিতা জিন্দাল, ১০ মিটার এয়ার রাইফেল যোগ্যতা অর্জন
২.তিরন্দাজি
ভজন কউর, দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, মহিলাদের দলগত বিভাগ (বিকাল ৫:৪৫)
৩ ব্যাডমিন্টন
এইচএস প্রণয়, পিভি সিন্ধু, গ্রুপ পর্ব (দুপুর ১২:৫০)
৪.বক্সিং
নিখাত জারিন, মহিলাদের ৫০ কেজি (দুপুর ৩:৩০)
৫.সাঁতার
শ্রীহরি নটরাজ, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক (দুপুর ২:৩০)
৬.টেবিল টেনিস
সৃজা আকুলা, শরথ কমল, মণিকা বাত্রা, সিঙ্গলস (দুপুর ২:১৫)
৭.টেনিস
সুমিত নাগাল, সিঙ্গলস (বিকাল ৩:৩০)