নিউজ ডেস্ক - গতকালের মতো আজ অলিম্পিক্সে পদক জেতার আশা রয়েছে । আজ ভারতের ঝুলিতে আসতে পারে তিনটি পদক। আর সেই তিনটি পদকের আশা রয়েছে তিরন্দাজি ও শুটিং -এ।
আজ শুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল। পদকের লক্ষ্যে নামতে চলেছেন রমিতা জিন্দল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন অর্জুন বাবুটা। তিরন্দাজিতে দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে রয়েছেন ভারতের ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই, প্রবীণ রমেশ যাদব। সমস্ত খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
এবার আসুন দেখেনি আজকের খেলার সূচী -
১.তিরন্দাজি
পুরুষদের দলগত (ভারতীয় দলে ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই, প্রবীণ রমেশ যাদব) কোয়ার্টার ফাইনাল (সন্ধ্যা ৬:৩১), সেমিফাইনাল (রাত ৮:১৮) এবং ফাইনাল (রাত ৮:৪১)।
২.শুটিং
রমিতা জিন্দল, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল (দুপুর ১টা)। অর্জুন বাবুটা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল (বিকেল ৩:৩০)। পৃথ্বীরাজ তোন্ডাইমান, ট্র্যাপ (দুপুর ১টা)। মনু ভাকের-সরবজ্যোৎ সিংহ, রিদম সাঙ্গোয়ান-অর্জুন সিং চিমা, ১০ মিটার এয়ার পিস্তল দলগত (দুপুর ১২:৪৫)।
৩.হকি
ভারত-আর্জেন্টিনা, গ্রুপ পর্ব (বিকাল ৪:১৫)।
৪.ব্যাডমিন্টন
সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি (বেলা ১২টা), তানিশা ক্রাস্তো-অশ্বিনী পোনাপ্পা (দুপুর ১২:৫০), লক্ষ্য সেন (বিকাল ৫:৩০)।