নিউজ ডেস্ক - আজ অলিম্পিক্সে ভারতের কোনও পদক-ইভেন্ট না থাকলেও আজ থাকছে অকার্ষণীয় ইভেন্টস্। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী বক্সার লভলিনা বরগোহাঁই। ব্যাডমিন্টনে রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের খেলা।
এক নজরে জানা যাক ইভেন্ট গুলির নামে -
১.বক্সিং
লভলিনা বরগোহাঁই (বিকেল ৩:৫০), নিশান্ত দেব (রাত ১২:৩৪)
২.তিরন্দাজি
তরুণদীপ রাই (রাত ৯:২৮)
৩.ব্যাডমিন্টন
পিভি সিন্ধু (দুপুর ১২:৫০), লক্ষ্য সেন (দুপুর ১:৪০), এইচএস প্রণয় (রাত ১১টা)
৪.রোয়িং
বলরাজ পানওয়ার, সিঙ্গল স্কালস (দুপুর ১:২৪)
৫.শুটিং
ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (দুপুর ১২:৩০)
৬.টেবিল টেনিস
শ্রীজা আকুলা (দুপুর ২:৩০)
৭.ইকোয়েস্ট্রিয়ান
অনুষ আগরওয়াল (দুপুর ১:৩০)
আজ অলিম্পিক্সে রয়েছেন কলকাতার অনুষ আগরওয়ালের ইভেন্ট। এইবারের অলিম্পিক্সে বাঙালি হিসেবে রয়েছেন অনুষ।
Tags:
sports