নিউজ ডেস্ক - ভারতের প্রথম মহিলা শুটারের হাত ধরে এল প্রথম পদক। রবিবার দক্ষিণ কোরিয়া, চিনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে অনেক চেষ্টার লড়াই করেছেন তিনি। মাত্রব ০.১ স্কোরের ব্যবধানে হাতছাড়া হয়ে যায় রুপো। শুটার মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে তিনি অলিম্পিক্সে পদক জয় করলেন।
শনিবার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করেছিলেন তিনি। আজ রবিবার ফাইনালেও সেই তৃতীয় স্থানেই শেষ করলেন। শেষ শটের আগে ছিলেন দ্বিতীয় স্থানে। শেষ শটে মনু মারেন ১০.৩। চিনা প্রতিযোগী ১০.৫ মারায় মনুর রুপো পাওয়ার স্বপ্ন ভগ্ন হয়। নিজের শট মেরে নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিলেন মনু। চিনা প্রতিযোগী বেশি মারার পরে মুচকি হাসলেন তিনি।
মিক্সড জ়োনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পদকজয়ী জানালেন যে শুটিংয়ে ১২ বছরের খরা কাটিয়েছেন।এই পদক প্রাপ্য ছিল ভারতের।তিনি বলেন, “ভারত অনেক দিন ধরে এই পদকের অপেক্ষা করেছিল। আমার হাত দিয়ে সেটা হয়েছে। আমরা চেষ্টা করব আরও বেশি পদক জেতার। দলের সকলেই খুব পরিশ্রম করেছে। আমিও খুব পরিশ্রম করেছি। শেষ শটেও শরীরের সব শক্তি দিয়ে লড়ার চেষ্টা করেছি। পরের বার আরও ভাল করার চেষ্টা করব।”
Tags:
sports