নিউজ ডেস্ক - বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করে বলেন যে বাংলার ৫ টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে। তা না হলে হিন্দুদের অস্তিত্বই মুছে যাবে ওই এলাকা থেকে। মুসলিম অনুপ্রবেশকারীরা বাইরে থেকে এসে বিয়ে করছেন তফসিলি জাতি-উপজাতির মহিলাদেরকে। ফলে তফসিলি জাতির অন্তর্ভুক্ত মানুষের সংখ্যা লাফিয়ে কমছে। কিন্তু তাঁদের কথা সংসদ ভেবে দেখে না।
ঝাড়খণ্ডের সাংসদের দাবি করছেন যে, মালদহ এবং মুর্শিদাবাদে বিশাল পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে। ফলে ওই এলাকায় হিন্দু ধর্মের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে।
গতকাল থেকে বাংলার উত্তরের জেলাগুলো ভাগ করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।” নিজের বক্তব্যকে সমর্থন জানতে বঙ্গ বিজেপির সব সাংসদকে প্রধানমন্ত্রীর কাছে হাজির করতে পারেন বলেও তিনি দাবি করেন। তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময়ও চেয়েছেন তিনি।