PURI রবিবার পুরীর রথযাত্রায় পদপিষ্টে হয়েছেন অসংখ্য মানুষ, আশঙ্কাজনক ১জনের

 


নিউজ ডেস্ক - পুরীর রথযাত্রা বিশ্বের সবথেকে বড় রথযাত্রা।এই সময়ে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। আর সেই হুড়োহুড়িতে পদপিষ্টতে এখনও পর্যন্ত এক জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর পরই ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।

সংবাদমাধ্যম সূত্রের খবরে জন যাচ্ছে, রবিবার পুরীর জগন্নাথ মন্দির থেকে রথ বার হয়। রথ উপলক্ষ্যে রবিবার পুরীতে লাখ লাখ মানুষের ভিড় হয়েছে।আর সেই রথ পুরীর গ্র্যান্ড রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রথের দড়ি ধরে টানার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে। ভিড় থেকে বেরিয়ে আসতে চান অনেকে। তাতেই বিপদ বাড়ে। ঘটনায় বেশ কয়েক জন ভক্ত আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

৫৩ বছর পর এই বার দু’দিন ধরে পুরীতে পালন হচ্ছে রথযাত্রা। প্রতি বছরের মতো এ বছরও রথ উপলক্ষ্যে পুরী সেজে উঠেছে। মন্দির তো বটেই সাজানো হয়েছে রাস্তাঘাটও। চারপাশ আলোয় আলোকিত হয়ে উঠেছে। এমনিতে এক দিন ধরে চলে রথযাত্রা। ১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে চলেছিল রথযাত্রা। এমনিতে ‘নবযৌবন দর্শন’ এবং ‘নেত্র উৎসব’ রথের আগে হয়ে যায়। কিন্তু এ বার তা হল রবিবার।

রথ উপলক্ষ্যে দেশ তো বটেই বিদেশ থেকেও বহু মানুষ আসেন। এ বারও তার বাদ হয়নি। অনেক বাঙালিও রথ উপলক্ষ্যে পুরীতে গিয়েছেন। জগন্নাথ মন্দিরের সিংহদরজার সামনে থেকে রথ টানা শুরু হয়। ভক্তেরা সেই রথ টেনে নিয়ে যান গুণ্ডিচা মন্দিরে। সেখানে সাত দিন রাখা থাকবে রথ। তার পর আবার তা ফিরে আসবে মন্দিরে। রবিবার এই যাত্রাপথেই ঘটে পদপিষ্টের মতো ঘটনা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন