PURI : ইতিহাসে প্রথম রথ থেকে পড়ে গেল বলভদ্রের মূর্তি,আহত ৭ জন

 


নিউজ ডেস্ক - পুরীর রথযাত্রায় ঘোর বিপত্তি। পুরীর মন্দির থেকে মাসির বাড়ি গুণ্ডিচায় পৌঁছানোর পরই ঘটল বিপত্তি। রথ থেকে নামাতে গিয়ে পড়ে গেল বলরাম দেবের বিশালাকার কাঠের মূর্তি। নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন সেবায়েত। তাদের মধ্যে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

ইতিহাসে প্রথমবার পুরীতে এমন ঘটনা ঘটল।মঙ্গলবার বিকেলে মাসির বাড়ি গুণ্ডিচায় রথ পৌঁছনোর পর ‘পাহণ্ডি’ আচার পালন করা হচ্ছিল। অর্থাৎ সেবায়েতরা একে একে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর মূর্তি দোলাতে দোলাতে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ পিছলে পড়ে যায় বলভদ্রের মূর্তি।

পুরী প্রশাসন সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টির কারণে বলরাম দেবের রথ ‘তালধ্বজে’র বিভিন্ন অংশ পিছল হয়ে গিয়েছিল। ফলে রথ থেকে যখন বলভদ্রের মূর্তি নিয়ে গুন্ডিচা মন্দিরে তোলা হচ্ছিল, তখনই হঠাৎ সেবায়েতরা পিছলে পড়ে যান রথের উপর থেকেই। তাঁদের হাতেই ধরা ছিল বলভদ্রের মূর্তিটি। সেটিকে নিয়েই রথের উপর থেকে নিচে পড়েন তারা।

প্রচুর ভিড় থাকায় রীতিমতো হইচই পড়ে যায় সেখানে। প্রথমে মূর্তিটিকে তোলা হয়, তারপর সেই মূর্তির তলায় চাপা পড়ে থাকা সাতজন সেবায়েতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের গুরুতর আঘাত লেগেছে বলে পুরী প্রশাসন সূত্রের খবরে জানা যাচ্ছে। বাকি দুটি রথ থেকে জগন্নাথ দেব এবং সুভদ্রার মূর্তি নিরাপদভাবেই গুণ্ডিচা মন্দিরের তোলা গিয়েছে।

দুর্ঘটনার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি ওড়িশার আইনমন্ত্রী পার্থিরাজ হরিচন্দনকে দ্রুত পুরী যাওয়ার নির্দেশ দেন । আহত সেবায়েতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন