RAIL ACCIDENT : জলপাইগুড়ির রাঙাপানিতে আবারও মালগাড়ি লাইনচ্যুত

নিউজ ডেস্ক - জলপাইগুড়ির রাঙাপানিতে ফের ট্রেন দুর্ঘটনা। পেট্রলবোঝাই মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত। সূত্রের খবর, যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তার পাশে নুমালিগঢ় রিফাইনারি লিমিটেড রয়েছে। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে যে তেল সরবরাহ করা হয়, তা এখান থেকে নিয়েই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। মালগাড়ির রেক দীর্ঘদিন ধরেই যাতায়াত করে। ঠিক সেই রকমই ফাঁকা রেক নিয়ে গাড়ি রিফাইনারিতে ঢুকছিল। সে সময়ে দুটো বগি লাইনচ্যুত হয়ে যায়। বেশ কিছুটা দূরে এগিয়ে লাইন থেকে মালগাড়ির বগি সরে যাওয়ার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। প্রাথমিকভাবে তাদের অনুমান, মালগাড়ির গতিবেগ বেশি ছিল, অর্থাৎ লাইন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। রেসকিউ ট্রেন নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রসঙ্গ অনুযায়ী , গত মাসের ১৭ জুন রাঙাপানিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। উল্লেখযোগ্য বিষয় , গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়। বারবার ট্রেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন