নিউজ ডেস্ক - মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকেই উধাও হয়ে যাচ্ছেন একের পর এক রোগী। প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে পলাতকের সংখ্যা। হাসপাতালেরই তথ্য অনুযায়ী, গত সাত দিনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ হয়েছেন ১২১ জন রোগী। তার মধ্যে সোমবারই রয়েছে ২০ জন রোগী। ওই রোগীদের বেশির ভাগই চিকিৎসাধীন ছিলেন পুরুষ বিভাগে।
এখন প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। রোগী নিখোঁজের ঘটনা স্বীকারও করছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার। তিনি বলেন, "আশা করা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যে এর সমাধান হবে।" হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় রাজনৈতিক কারণ দেখছেন জেলার শাসকদলরা। তারা বলছে, প্রশাসন নজরদারি করছে। বিরোধীদের বক্তব্য, তৃণমূলের সময়ে শুধু জেলা নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে, রোগীরা নিয়ম অনুযায়ী ছুটি না নিয়ে চলে যাচ্ছেন। ফলে বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে সিডিসচার্জ সার্টিফিকেট' ছাড়া রোগীদের হাসপাতাল থেকে চলে যাওয়াটা মোটেই হালকা ভাবে নিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ।তাই ইতিমধ্যে আলোচনা বসছেন তাঁরা।