নিউজ ডেস্ক : স্কুলের ভিতর চললো গুলি। অবাক করা বিহারের সুপৌলের এক প্রাইভেট স্কুলে। এদিন, মাত্র ৯ বছরের এক বাচ্চা, তৃতীয় শ্রেণির পড়ুয়াকে গুলি করে বলে অভিযোগ। জানা যাচ্ছে, স্কুলের চলাকালীন, ব্যাগের ভেতর থেকে একটি বন্দুক বের করে গুলি চালায়। গুলি চালানোর পরেই, সঙ্গে সঙ্গেই ওই ছেলেটি পালানোর চেষ্টা করে কিন্তু মেনগেট বন্ধ থাকায় অন্য গেট দিয়ে পালিয়ে যায়। এমন ঘটনার পর ওই বালকের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষও নিখোঁজ রয়েছে। অন্যদিকে, গুলি চলার খবর পেয়ে ছুটে আসেন আহত শিশুর পরিবার। তাঁদের পাশাপাশি অন্যান্য অভিভাবকরাও স্কুলের ভেতর প্রবেশ করে ভাঙচুর চালায়।
যদিও জানা যাচ্ছে পলাতক স্কুলের কর্তৃপক্ষ সন্তোষ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যে। সূত্রের খবর অনুযায়ী ওই শিশুটির হাতে গুলি লাগে, আহতের শরীরে গুলি লেগেছে হাতে। শিশুটির মামা মহম্মদ আফরোজ জানিয়েছেন, জনৈক মুকেশ কুমারের ছেলে। সে বুকে গুলি করতে চেয়েছিল, তবে গুলি চলে যায় হাতে। ফলে আহত হয় তাঁর ভাগ্না। আরো অভিযোগ করা হয় যে, গুলি চালানোর পরেই ওই বন্দুক লুকিয়ে ফেলতে সফল হয়েছেন মুকেশ। তিনিই তাঁর অভিযুক্ত ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছেন। এমনটাই দাবি করলো তারা।
এ বিষয়, সেখানকার এসপি শৈশব যাদব জানান, "যে পড়ুয়া গুলি করেছে, সেও ওই স্কুলেরই ছাত্র। অভিযুক্ত ও তার পরিবারকে ঘিরে তল্লাশি চলছে। খোঁজ চলছে অভিযুক্তের। ত্রিবেণীগঞ্জ পুলিশ স্টেশনে ওই অভিযুক্ত ও তার বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে।" কিন্তু গুলি চালানোর পিছনে আসল কারণ এখনো জানতে পারেনি পুলিশ।