নিজস্ব সংবাদদাতা, হুগলি: সোনা ছিনতাই এর ঘটনায় আবারও বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশ।সিঙ্গুরে স্বর্ণ ব্যবসায়ী কে মারধোর করে সোনা ছিনতাই এর ঘটনায় চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করলো সিঙ্গুর থানার পুলিশ।
বৃহস্পতিবার সিঙ্গুর থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীন পুলিশের ডি এস পি হেড কোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী। ধৃতদের নাম আহজার মোল্লা,শেখ সুরজ,প্রভাস গায়েন,শেখ আশিক।
ধৃত আহজার মোল্লার বাড়ি হুগলির গোঘাট এলাকায়, শেখ সুরজ এর বাড়ী বর্ধমানের জামাল পুর এলাকায় ,প্রভাস গায়েন হুগলির খানকুল এলাকার বাসিন্দা এবং শেখ আশিকের বাড়ি হুগলির আরামবাগে। তাকে দিঘা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার তাদের দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি, লুটপাট, ছিনতাই এর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৫ শে জুন সিঙ্গুর থানার বড়া এলাকায়, এক সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুস্কৃতিরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকার সোনা, রুপোর গহনা নিয়ে বাইকে চেপে চম্পট দেয়। গত ২৬ শে জুন সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
অভিযোগ পাওয়ার পরই তিনটি টিম গঠন করে তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ।মোবাইল ফোনের সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়। তদন্তে একের পর এক তথ্য সংগ্রহ করে পুলিশ। এরপরই ছিনতাই এর ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করা হয়।