নিউজ ডেস্ক - শ্রীলঙ্কা সফরে পর ভারতের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি । পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির হলেও টুর্নামেন্ট হতে পারে হাইব্রিড মডেলে। খেলা হবে উপমহাদেশেই। সেই কারণে স্পিন আধিক্য বোলিং কম্বিনেশনই তৈরি হবে। সে কারণে শিবমকে তৃতীয় পেসার হিসেবে দেখে নেওয়া হতে পারে এই টুর্নামেন্টে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন। তবে ওয়ান ডে স্কোয়াডে প্রথম বার ডাক পাওয়া রিয়ান পরাগকেও স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে তাঁর পাওয়ার হিটিংয়ের দক্ষতাও রয়েছে , ফলে তাঁকেও দেখা হতে পারে দলে। ওয়াশিংটনের মতো তিনিও অফস্পিনার। ব্যাটিংয়ে এগিয়ে থাকায় রিয়ান পরাগকে এখন বাদ দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। দুই পেসার হিসেবে এই সফরে সিরাজ ও অর্শদীপের খেলার সম্ভাবনা রয়েছে বেশি।একটা বিষয় নিশ্চিত যে বুমরাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
প্রথম দু-ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলে পরিবর্তন দেখা যেতে পারে । সিরাজের পরিবর্তে হর্ষিত রানা এবং বাঁ হাতি অর্শদীপের পরিবর্তে দেখা যেতে পারে খলিল আহমেদকে। আগামী ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে ২০২৭ সালে। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি ধরেই যে পরিকল্পনা এগোবে, এই অনুমান করাই যায়।
শ্রীলঙ্কায় ওডিআই-এর একাদশ-
১. রোহিত শর্মা
২. শুভমন গিল
৩. বিরাট কোহলি
৪. শ্রেয়স আইয়ার
৫. কে এল রাহুল/ঋষভ পান্থ
৬. শিবম দুবে
৭. অক্ষর প্যাটেল
৮. ওয়াশিংটন/রিয়ান
৯. মহম্মদ সিরাজ
১০. কুলদীপ যাদব
১১ .অর্শদীপ সিংহ
শ্রীলঙ্কা সফরে ভারতের ওডিআই স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।