SPORTS : মাত্র ১৪.১ ওভারে পাকিস্তানকে হারিয়ে ৭ উইকেটে জয় ভারতীয় মহিলা ক্রিকেট দল

 

নিউজ ডেস্ক - গতকাল ৭ উইকেটে জয় হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের ৷ গতকাল ভারত পাকিস্তানের ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ভারতীয় স্পিনের গতি এইদিন পাকিস্তান সামলাতে পারেনি।ফলে পাকিস্তান১০৮ রানে অল আউট হয়ে যায়৷

এরপর স্মৃতি মন্ধানা এবং শাফালি ভর্মা প্রথমেই পাকিস্তানের জয়ের সামাণ্য সম্ভাবনাও শেষ করে দেয়৷ তাদের জুটি পাওয়ার প্লেতেই ৫৭ বলে ৮৫ রান তোলে৷ এই জুটি ভাঙে যখন স্মৃতি মন্ধানা ৩১ বলে ৪৫ রান করে আউট হয়ে যান৷ শাফালি ২৯ বলে ৪০ রান করেন৷ হরমনপ্রীত কউর ও জেমিমা রডরিগেজ এরপর ভারতের জয়ের লক্ষ্যপূরণ করে দেন৷ মাত্র ১৪.১ ওভারে পাকিস্তানকে হারিয়ে আবারও একবার এশিয়া কাপে দারুণ শুরু করল ভারত৷

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন