SPORTS : শ্রীলঙ্কা সফরে খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন এই পরিকল্পনা ?

 


নিউজ ডেস্ক - টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা। কিন্তু বিরাট, রোহিতরা বাকি দুই ফরম্যাটে দেশের হয়ে খেলবেন, তা জানিয়েছিলেন খোদ বোর্ড সচিব জয় শাহ। জিম্বাবোয়ে সফরে রয়েছে ভারতীয় তরুণ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দু-ম্যাচ হয়ে গিয়েছে। সিরিজ এখন ১-১ অবস্থায়। বিশ্বকাপের পরই এই সিরিজ হওয়ার কারণে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। এ মাসের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাবে । তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচ রয়েছে এই সিরিজে। টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ায় বিরাটদের খেলার কোনও সম্ভাবনাই ছিল না। আর এখন যা পরিস্থিতি, ওয়ান ডে-তেও হয়তো খেলবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা।

সামনে ভারতের ঠাসা ক্রীড়াসূচি। ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কায়  সিরিজ। এরপর ভারতে আসবে বাংলাদেশ ক্রিকেট টিম। দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি রয়েছে। সব মিলিয়ে ভারতের পরবর্তী সূচিতে ১০টি টেস্ট রয়েছে। বোর্ড সচিব জয় শাহ সদ্য ঘোষণা করেছেন যে, তিনি আশাবাদী রোহিত শর্মার নেতৃত্বে এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতবে ভারত। টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার পর এ বার প্রত্যাশাও বেড়েছে ভারতীয় ক্রিকেট টিমের প্রতি। চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর। তবে সামনে এই ১০টি টেস্ট ম্যাচ থাকার কারণেই বিরাট, রোহিত, বুমরাকে বেছে বেছে সাদা বলের সিরিজে খেলানো হতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, "সামনে ঠাসা ক্রিকেট। সে কারণেই রোহিত, বুমরা ও বিরাটকে বিশ্রাম নেওয়ার বিকল্প দেওয়া হয়েছে। যাতে টেস্টে বেশি ফোকাস করা যায়। আপাতত তাদের ফোকাস থাকবে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ।"

বোর্ডের এই পরিকল্পনার কারণ হল মাল্টি ডে ম্যাচের জন্য এনার্জি বাঁচানো। শ্রীলঙ্কা সফর ভারতের কাছে খুব কঠিন হওয়ার বিষয় নয়। ভারতের তরুণ দল জিম্বাবোয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যে ভাবে পারফর্ম করেছে তাতে আরও প্রত্যাশা বেড়েছে তাদের প্রতি। তিন সিনিয়রকে বিশ্রাম দেওয়া হলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে থাকবেন হার্দিক পান্ডিয়া, সিরাজের মতো সিনিয়ররা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন