নিজস্ব সংবাদ দাতা: : হুগলি জেলার তারকেশ্বরের সন্তোষপুর অঞ্চলের তেঘড়ি গ্রামের বাসিন্দা ,সুমন কোদালির লেখা উপন্যাস স্থান করে নিল কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে। মাত্র ১৫ বছর বয়স থেকে কবিতা, গল্প লেখা তার নেশা হয়ে দাঁড়ায়, এবং এই নেশার উপর, এই লেখালেখির উপর ভিত্তি করে আজকে তার লেখা উপন্যাস হরিদার কীর্তি স্থান পেয়েছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে।এটা হুগলি জেলা তথা তারকেশ্বরের মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয়। কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক সুমন কোদালি এর আগেও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে পুরস্কার অর্জন করে নিয়েছেন, আর আজ তার লেখা স্থান পেল কলকাতা ন্যাশনাল লাইব্রেরীতে। কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আজ তারকেশ্বর প্রেস ক্লাব অফিসে উদ্বোধন হলো তার লেখা হরিদার মজার কীর্তি বই। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলী মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সদস্য সুমন্ত কুমার বেড়া ও কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জী ।এর আগেও কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা তারকেশ্বরের বুকে তারকেশ্বর বইমেলা করে দেখিয়েছে ,তাতে খুশি তারকেশ্বরের মানুষ, এরপর তারকেশ্বরের মানুষের কাছে তথা সমস্ত ছাত্র-ছাত্রীর কাছে লেখালেখির উপর বার্তা পৌঁছে দিল কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা ।এছাড়াও এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর প্রেস ক্লাবের বিশিষ্ট মেম্বাররা। বাংলা সাহিত্য বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান জানালেন কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি , সৌরভ গাঙ্গুলী সুমন কোদালি ও সুমন্ত বেড়া ও পত্রিকার বাকি সদস্যরা।
Tags:
TARAKESWAR