নিজস্ব সংবাদদাতা: একের পর এক চুরির ঘটনা।তবে এটা রটনা না ঘটনা তা নিয়ে চলছে তরজা। এদিন বেলায় এক মহিলা ও তার সাথে থাকা এক নাবালক কে নিয়ে ভিক্ষা করছিল।গ্রামবাসীদের দাবি, চাঁদুর এলাকার ভাণ্ডারী পাড়ায় ফাঁকা বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করে চম্পট দেয় ওই মহিলা।এর পরই গ্রামে রটে যায় চুরির ঘটনা।মহিলা কে খোঁজাখুঁজি শুরু করে দেন গ্রাম বাসীরা।অবশেষে তারকেশ্বরের চাউল পট্টি এলাকায় ওই মহিলা ধরে দুটো হাত বেঁধে টোটো য় চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয়।এর একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে তদন্ত শুরু করে গ্রাম বাসীরা।
পুলিশে খবর না দিয়ে গ্রামবাসীরাই শুরু করলো তদন্ত, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে মহিলার হাত বেঁধে টোটো তে চাপিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে গ্রামের বাসিন্দারা এরকমই ছবি ধরে পরে ওই গ্রামে।পরে একটি গাছে বেঁধে রেখে ওই মহিলা কে হেনস্থা করা হয়।আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়ে এবং সন্দেহভাজন ব্যক্তির দেখা মিললে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানার ফোন নম্বর পোস্টারিং করে সচেতনতা মূলক প্রচার করেছিল হুগলি গ্রামীন পুলিশ। তার পরও এই ঘটনা কি প্রশাসনের গাফিলতি নিয়েই উঠছে প্রশ্ন।
ঘটনার খবর পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজ কুমার সাঁতরা।পুলিশ খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে তবে ওই মহিলা চুরির সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Tags
TARAKESWAR