নিউজ ডেস্ক - আগামীকাল রবিবার ২১ জুলাই ধর্মতলার সমাবেশে উত্তরবঙ্গে তৃণমূল রেকর্ড জমায়েত চায়। লোকসভা ভোটে কোচবিহার আসন জয় করেছে শাসকদল। এছাড়াও বাকি একাধিক আসনেও ব্যবধান অনেক কমিয়েছে তারা। ৩১ বছরে পদার্পণ করছে ২১ জুলাইয়ের শহিদ তর্পন অনুষ্ঠান। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে ২০২৪ এর ২১ জুলাই নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এর কারণ লোকসভা ভোটের পরে তৃণমূল কংগ্রেসের অন্যতম ঘোষিত কর্মসূচী এটি।
২০২৬ সালের নির্বাচনের আগে কোচবিহার থেকে মালদহ পর্যন্ত একাধিক বিধানসভা আসনে নজর থাকবে শাসক শিবিরে৷ উত্তরবঙ্গ থেকে শাসকদলের নেতা-কর্মীরা রেলপথ ও সড়কপথে আসছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি, অন্যান্যবারের তুলনায় এবার বেশি ভিড় হবে উত্তরের জেলাগুলি থেকে।
অনীত থাপার দলের অনেকেই সমাবেশে হাজির থাকবেন। তাই এবারের ২১ জুলাই সমাবেশে আগামীর বিধানসভা ভোটকে সামনে রেখে লক্ষ্য উত্তরের বিধানসভা আসন। করোনা পরিস্থিতির সময়ে ২০২০-২১ সালে সমাবেশ হয়েছিল ভার্চুয়াল। তবে সেই ভার্চুয়াল সমাবেশ ঘিরেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও। এবার অবশ্য মূল সমাবেশ অফলাইন। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন দুপুর ১টা নাগাদ। সেখানে সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস সহ একাধিক নেতা।