নিউজ ডেস্ক - তৃণমূল কংগ্রেস, ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবস পালন করতে চলেছে। রাজ্যে লোকসভা ভোটের পর এটি তৃণমূল কংগ্রেসের প্রথম বার্ষিক সম্মেলন। ফলে, সমাবেশ উপলক্ষে এবার আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ভিক্টোরিয়া হাউসের সামনে প্রস্তুত হচ্ছে শহিদ দিবসের মঞ্চ। সেই মূল মঞ্চের নিরাপত্তা ভাগ করা হয়েছে মূলত তিনটি জোনে।
জোন ১-এর মধ্যেই আবার রয়েছে তিনটি ভাগ। ডায়াস ও ভিক্টোরিয়া হাউজ নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১ জন ডিসি, ৩ জন এসি, ৫ ইনস্পেক্টর, ৫ জন এসআই/ সার্জেন্ট, ৩০ জন নিরস্ত্র পুলিশ, ৯৫ জন সাদা পোশাকে পুলিশ (মহিলা ও পুরুষ), ৪০ জন র্যাফ (মহিলা ও পুরুষ)। এছাড়াও মঞ্চের সামনে ডি জোনের বাইরে ২০ জনের উইনার্স টিম নিয়োগ করা হবে।
Tags
politics