TMC : ২১ জুলাই শহরের বড় অংশের ভিড় এড়াতে নিয়ন্ত্রণ করা হচ্ছে জন চলাচল

 

নিউজ ডেস্ক - আজ ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শহরের একটা বড় অংশে অনেক মানুষের ভিড় হবে। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা আসছেন কলকাতায়। ফলে শহরে যানজট এড়াতে আগেভাগেই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। এইদিন শহরের বিস্তীর্ণ এলাকায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। 

গতকালই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। আজ সকাল থেকে সেই ভিড় আরও বাড়বে। ফলে ধর্মতলা এবং তার সংলগ্ন এলাকায় প্রবল যানজটের সম্ভাবনা রয়েছে। প্রতি বছরই এই যানজট এড়াতে উপযুক্ত ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ধর্মতলামুখী বেশ কয়েকটি রাস্তায় গাড়ির অভিমুখ পাল্টে দেওয়া হবে।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্মহার্স্ট স্ট্রিটের উত্তর থেকে দক্ষিণে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, বিবি গাঙুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে এবং বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত, রবীন্দ্র সরণিতে দক্ষিণ থেকে উত্তরে এইদিন যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

 রবিবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীনস্থ সমস্ত রাস্তাতেই ভারী মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, পেট্রোলিয়াম তেলের গাড়ি, অক্সিজেন সিলিন্ডারের গাড়ি, ওযুধ, সব্জি, ফল এবং দুধ পরিবহণকারী যানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

এর সাথেও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে এবং কাছাকাছি এলাকায়, এজেসি বোস রোডের কিছু অংশে, হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এলাকা, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে কোনও প্রকার গাড়ি পার্ক করা যাবে না। রবিবার কোনও ট্রাম চলবে না কলকাতায়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন