নিউজ ডেস্ক - একুশের সমাবেশে বিজেপির সঙ্গে জোট বাঁধার ব্যাপারে নিজের স্পষ্ট বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিলেন, “বুকে রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তৃণমূল হাত মেলাবে না।" একইসঙ্গে মমতা বলেন, “বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেই, টাকা দিয়ে সরকার তৈরি করেছে । দল কিনে নিয়েছে, অথচ মন্ত্রিত্বও দেয়নি। সাম্প্রদায়িকতা, দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না”।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে এইদিন স্পষ্ট বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “কেউ যেন আপনাদের লোভী বানাতে না পারে, দুর্নীতির সঙ্গে আপোস নয়। ভোটে জিতে মানুষকে পরিষেবা না দিলে কোনও সম্পর্ক নেই। এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে, অভিযোগ এলে ব্যবস্থা নেব" বিধায়ক, সাংসদ, পুরসভা, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন"অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না।”
“আমরা ভয় পাই না, লড়তে জানি। আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব, বাংলাই দেশের অস্তিত্ব রক্ষা করবে, বাংলা ছাড়া দেশ চলতে পারে না। আমার কাছে ১০ লক্ষ চাকরি তৈরি আছে। বিজেপি-সিপিএম-কংগ্রেস আদালতে গিয়ে চাকরি আটকে দিচ্ছে। কারও চাকরি যাবে না, আমরা সুপ্রিম কোর্টে লড়াই করছি। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না।”