নিউজ ডেস্ক - ২১ জুলাইয়ের ধর্মতলা সমাবেশের আয়োজন সর্বত্র জেলায় চলছে জোরকদমে। ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে শহরে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকেরা।মঞ্চ বাঁধার কাজ চলছে দ্রুততার সঙ্গে। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বড় বাজারের গেস্ট হাউসগুলিতে কর্মী-সমর্থকদের থাকার জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। । শীর্ষ নেতৃত্বের নজরদারিতে চলছে গোটা প্রস্তুতি প্রক্রিয়া।
২১ জুলাই নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "২১ জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১ জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১ জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ।"