Tollywood: রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কর্মবিরতিতে চলে যান টেকনিশিয়ানরা, বন্ধ থাকো শুটিং

 


নিউজ ডেস্ক : গতকাল অর্থাৎ শুক্রবার ডিরেক্টরস গিল্ড ঘোষণা করে যে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কাজেই শনিবার থেকে আবার পরিচালক হিসাবে ছবির শ্যুটিং শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু শনিবার সকালে দেখা গেলো অন্য ছবি। কারণ শুক্রবার মধ্যরাতে ফেডারেশন আবার জানায় যে রাহুল শুটিং এ উপস্থিত থাকলেও তাঁকে পরিচালক হিসাবে নয়, ক্রিয়েটিভ প্রোডিউসার হিসাবেই কাজ করতে হবে। এদিকে আবার শনিবার রাহুল সকালে ছবির শ্যুটিং করতে গেলে, তাঁকে জানানো হয় যে সে যদি পরিচালক হিসাবে সেটে আসেন, তাহলে টেকনিশিয়ানরা আর কাজ করবেন না। আর ঠিক সেই ছবিই দেখা গেলো। টেকনিশিয়ানরা কর্মবিরতিতে চলে যান। যার ফলে বন্ধ হয়ে যায় শ্যুটিং। 

যার ফলে এদিন সকাল সকাল সেটে পৌঁছেও শ্যুটিং করতে পারেননি অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাভেল, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, দেবালয় ভট্টাচার্য, অভিজিত্‍ সেন, অদিতি রায়, জয়দীপ মুখোপাধ্যায়, পারমিতা মুন্সী সহ আরও অনেকে। 

 এদিন রাজ চক্রবর্তী জানান, "রাহুল পরিচালক হিসাবে কাজ করলে টেকনিশিয়ানরা কাজ করবে না, এটা খুবই অপমানজনক। ওদের মনে হয়, ওরা ছাড়া কাজ হবে না। আমার মনে হয় পরিচালক ছাড়াও কাজ চলবে না। তাই একদিন ভাবার সুযোগ দিলাম। যদি টেকনিশিয়ানরা মত না বদলায় তাহলে সোমবার থেকে পরিচালকরাও কাজ করবেন না।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন