নিউজ ডেস্ক - অবশেষে বর্ষার প্রবেশের ফলে বিগত কয়েক দিন ধরেই ভালই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিনও ভালো বর্ষণ হতে পারে বলে মনে করছেন আলিপুরের আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে বাংলার সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এরইমধ্যে চলতি সপ্তাহেই নিম্নচাপেরও সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামী ১৯ জুলাই , শুক্রবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।অপরদিকে মৌসুমি অক্ষরেখা আবার সম্বলপুর থেকে পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাব স্পষ্ট ভাবে বাংলায় পড়বে বলে মনে করা হচ্ছে।
আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দুই জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। রাত পেরোলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পাঁচ জেলাতে। যথা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দক্ষিণে ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর, হাওড়া, কলকাতাতেও। আগামী ১৮ জুলাইও উত্তরের আবহাওয়া একই থাকবে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি ছাড়াও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।