নিউজ ডেস্ক - ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায় । বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ফলে ক্রমশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। রবিবার, ২১ জুলাই কলকাতাতে সারাদিন মেঘলা আকাশ থাকতে পারে। এরসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাতও হতে পারে।
আজ থেকে রাজ্যের আবহাওয়ায় বদল ঘটার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতা জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানা যাচ্ছে। সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে হতে পারে ভারী বৃষ্টিপাত।
Tags
Weather Report