নিউজ ডেস্ক - আজ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলায়। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিও বজায় থাকবে। ভারী বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। আগামিকাল, শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। কিন্তু ফের সোমবার থেকে বাড়বে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা জারি রয়েছে ।
কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত আজ আকাশ থাকবে মেঘলা। । শুক্রবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
Tags
Weather Report